১০নং ইউনিয় কালীগঞ্জ পরিষদ কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলায় ১০নং কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ হিসাবে পরিচিত । কালীগঞ্জ ইউনিয়নটি নাগেশ্বরী উপজেলার হ দঃ ১২কিঃমিঃ দূরে অবস্হিত । কালীগঞ্জ ইউনিয়নের পূর্বে বল্লেবের খাস , পশ্চিমে ভিতর বন্দ , উত্তরে বেরুবারী , দক্ষিণে নুনখায় । কুড়িগ্রাম জেলার, নাগেশ্বরী উপজেলা কালীগঞ্জ হইতে সোজা পশ্চিমে কালীগঞ্জ যাওয়ার পথে হাতের ডানে সুদৃর্শ্যমান এই ইউনিয়ন পরিষদ ভবনটি আপনার চোখে পড়বে । কতনা সুন্দরইউনিয়ন পরিষদ ভবনটি দাড়িয়ে আছে ।
নাগেশ্বরী উপজেলা সদর থেকে কালীগঞ্জ ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-রিক্সা, অটোরিক্সা ও টেম্পু ,মোটর বাইক, সাইকেল ,এবং দুতকোমর নদী পাড়া পাড়ের জন্য নৌকা যোগে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস